ব্রেকিং নিউজ
মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার খুলনা পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪/৪/২০২৪, ৫:১৬:৩৬ PM

জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার দোসরপাড়া গ্রামে সোহরাব হোসেন ও মো. শাহজালালের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ অবস্থায় আখি বেগম ও তাসলিমা বেগমকে ঢাকা মিটফোর্ড হাসপাতাল ও টেঁটাবিদ্ধ জুবায়ের আলম ও নাদিম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। তাদের নাম জানা যায়নি।

 জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার দোসরপাড়া গ্রামে সোহরাব হোসেন ও মো. শাহজালালের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ অবস্থায় আখি বেগম ও তাসলিমা বেগমকে ঢাকা মিটফোর্ড হাসপাতাল ও টেঁটাবিদ্ধ জুবায়ের আলম ও নাদিম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের মো. সোহরাব হোসেন ও মো. শাহজালালের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে সম্প্রতি স্থানীয়ভাবে বিচার সালিশ বসে। ওই সালিশে বিরোধ মীমাংসা করে জমি সোহরাব হোসেনকে বুঝিয়ে দেয়। এতে বুধবার বেলা ১২ টার দিকে সোহরাব হোসেন জমিতে আগাছা পরিষ্কারের জন্য গেলে শাহ জালালের লোকজন বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।